| |
               

মূল পাতা সারাদেশ জেলা খাগড়াছড়ি ইক্বরা মহিলা মাদরাসার সুধী সমাবেশে অনুষ্ঠিত


খাগড়াছড়ি ইক্বরা মহিলা মাদরাসার সুধী সমাবেশে অনুষ্ঠিত


নুরুল কবির আরমান, খাগড়াছড়ি প্রতিনিধি     22 October, 2023     04:09 PM    


খাগড়াছড়ি সদরের ইক্বরা মহিলা মাদরাসা ও হেফজখানার জন্য নব নবনির্মিত ভবন উদ্বোধন ও প্রতিষ্ঠান থেকে সর্বপ্রথম হিফজ সম্পন্নকারী হাফেজা জারিন তাসনিমকে সম্মাননা স্মারক প্রদান উপলক্ষে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ অক্টোবর) সকাল ১০টায় মাদরাসা ক্যাম্পাসে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে দেশ,জাতি ও ইসলামের সার্বিক কল্যাণ কামনা করে রোড ডিভিশন মসজিদের ইমাম মাওলানা রেজাউল করিম মিছবাহ'র দোআ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ফাহমিদা আক্তারের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে পরিচালনা কমিটির সহ-সভাপতি মাস্টার রফিকুল ইসলামের উদ্বোধনী বক্তব্যের পর খাগড়াছড়ি পুরাতন পুলিশ লাইন্স জামে মসজিদের খতিব মাওলানা মুফতি ইমাম উদ্দিন কাসেমী, মাদরাসার পরিচালক মাওলানা হাফেজ হাবিবুল্লাহ জাহাঙ্গীর, কলাবাগান মসজিদের ইমাম মাওলানা নুরুল কবির আরমান, মোহাম্মদপুর মসজিদের খতিব মাওলানা হাফেজ দেলোয়ার হোসেন ,তানযীহুরুল উম্মাহ মাদরাসার শিক্ষক মাওলানা হাফেজ রবিউল ইসলাম, ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম ইসলামিয়া প্রেসের মালিক শামসুল ইসলাম খান ,মাদ্রাসা পরিচালনা কমিটির সেক্রেটারি আব্দুর রশিদ বাবলু, সফিকুল ইসলাম,মোহাম্মদ সুলাইমান প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বক্তাগণ বলেন, আমরা ছেলেদের লেখাপড়ার প্রতি গুরুত্ব দিলেও মেয়েদের লেখাপড়া প্রতি ততোটা গুরুত্ব দেই না। হাদীস শরীফে মহানবী সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের ছেলে-মেয়ে উভয়ই দ্বীনি শিক্ষা শিক্ষা করা ফরজ বলে উল্লেখ করেছেন। তাই ,আমাদেরকেও সুন্দর জাতি গঠনের লক্ষ্যে জাগতিক শিক্ষার পাশাপাশি  ছেলে-মেয়েদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত হিসাবে গড়ে তুলতে হবে।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: চট্টগ্রাম খাগড়াছড়ি খাগড়াছড়ি সদর